বাজারে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম

|

রাজধানীতে বেড়েছে কাঁচা মরিচের যোগান। কমতে শুরু করেছে দাম। বাজারে খুচরা দোকানে বিক্রি হচ্ছে ৮০ থেকে ২০০ টাকা দরে। তবে মহল্লার দোকানে বিক্রি হচ্ছে আড়াইশ’ থেকে ৩০০ টাকা দরে। গতকালও রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিকেজির জন্য গুনতে হয়েছে সাড়ে ছয়শ’ থেকে সাতশ’ টাকা।

সোমবার (৩ জুলাই) সকাল থেকেই রাজধানীতে আসতে শুরু করেছে আমদানি করা কাঁচা মরিচ। কারওয়ানবাজারে পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে দেড়শ’ থেকে ১৬০ টাকা। মাঠ পর্যায় থেকেও বেড়েছে সরবরাহ। এর ইতিবাচক প্রভা্ব পড়তে শুরু করেছে বাজারে।

ক্রেতারা বলছেন, প্রায় দু’ সপ্তাহ সিন্ডিকেটের প্রবল আধিপত্যের কারণে ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা বেড়েছে। সকালে বাজার পরিস্থিতি তদারকিতে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তিনটি টিম। কর্মকর্তারা আশা করছেন, কাঁচা মরিচ বাজার এখন সহনীয় পর্যায়ে থাকবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply