ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩৬

|

ফাইল ছবি

২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে মারা গেছে আরও ৪ জন। এ নিয়ে চলতি বছর মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

সোমবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

একই সময়ে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৩৬ জন। এরমধ্যে ঢাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৪ জন। ঢাকার বাইরে হাসপাতালে ২৬২ জন ভর্তি। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৫৩১ জন। এরমধ্যে ঢাকায় ১ হাজার ২২ জন চিকিৎসাধীন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply