ঝালকাঠিতে ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে তেল খালাসের সময় আবারও বিস্ফোরণ

|

গতকালের ছবি।

ঝালকাঠি করেসপন্ডেন্ট:

ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ থেকে আরেকটি জাহাজে তেল খালাসের সময় আবারও বিস্ফোরণ ঘটেছে। আর তাতে জাহাজটিতে আগুন ধরে গেছে।

সোমবার (৩ জুন) বিকেল পৌনে ছয়টায় জাহাজটিতে এ বিস্ফোরণ ঘটে। এর আগে, গত শনিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় জাহাজটির ইঞ্জিন রুমে বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণের সময় জাহাজের মধ্যে ১১ লাখ লিটার জ্বালানি তেল ছিল।

এই ঘটনায় আগুনে দগ্ধ হয় জাহাজের শ্রমিক শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। তারা ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, নিখোঁজ থাকা ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ইতোমধ্যে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply