নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পরামর্শকে স্বাগত জানাবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

|

নির্বাচনকেন্দ্রিক মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শকে স্বাগত জানাবে সরকার। তবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আলাপচারিতায় এ কথা বলেন তিনি। আরও বলেন, দেশের সক্ষমতা বাড়ায় শক্তিশালী দেশের প্রতিনিধিদের সফর বেড়েছে ঢাকায়। কোনো বলয় নয়, সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় ঢাকা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

মার্কিন ভিসানীতি নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কতিপয় আমলা, এনজিও মোড়ল উদ্বিগ্ন এই ভিসানীতি নিয়ে।

প্রসঙ্গত, চলতি মাসের প্রথমার্ধে এবার ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply