পশ্চিম তীরে হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী

|

দখলকৃত পশ্চিম তীরে হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার (৩ জুলাই) রাতভর হামলা চালানো হয় জেনিন শরণার্থী শিবিরে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ক্যাম্পটিতে দুই দশকের মধ্যে সবচেয়ে বড় অভিযানে এ পর্যন্ত ৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ হামলায় আহত হয়েছেন শতাধিক। একের পর এক ড্রোন হামলায় বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। বন্ধ করে দেয়া হয়েছে ক্যাম্পটির টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে পানি সরবরাহের লাইনও। এ সময় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা প্রতিরোধের চেষ্টা করলে হামলা আরও জোরদার করে ইসরায়েলি বাহিনী।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ইসরায়েলি বাহিনীর দাবি, জঙ্গিদের আস্তানা টার্গেট করেই অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আটক করা হয়েছে কমপক্ষে ৫০ জনকে। তবে জেনিন ক্যাম্পে যুদ্ধাপরাধ চলছে বলে অভিযোগ করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যতদিন প্রয়োজন ততোদিন অভিযান পরিচালনা করা হবে।

এদিকে, আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। আতঙ্কে এ পর্যন্ত জেনিন ছেড়ে গেছে ৫শ’র বেশি পরিবার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply