রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে ইউক্রেন। তবে এ হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
ক্রেমলিন জানিয়েছে, পাঁচটি ড্রোন ব্যবহার করে হামলার চেষ্টা চালায় ইউক্রেনীয় বাহিনী। দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলো ধ্বংস করা হয়। হামলার পরপরই বন্ধ রাখা হয় মস্কোর ভিনুকোভো বিমানবন্দরের কার্যক্রম। অবতরণের জন্য আসা কয়েকটি বিমানকে ঘুরিয়ে দেয়া হয়। একটি ড্রোনের ধ্বংসাবশেষ আবাসিক ভবনের ওপর আছড়ে পড়ে। এতে ভবনটিতে আগুন ধরে যায়।
/এমএন
Leave a reply