ফ্লোরিডার পর্যটকভর্তি বিচে ভীতি ছড়ালো হাঙ্গর

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমুদ্র সৈকতে আনন্দে মাতোয়ারা পর্যটকদের মাঝে রীতিমতো ভীতি ছড়িয়েছে এক হাঙ্গর। মঙ্গলবার (৪ জুলাই) নাভারে বিচে হয় এ কাণ্ড। খবর রয়টার্সের।

সাতার কাটতে থাকা পর্যটকরা হঠাতই খেয়াল করেন হাঙ্গরের পিঠের অংশ। মুহুর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। শিশুরা ভয়ে বালুবেলায় উঠে আসে। প্রাপ্তবয়স্করাও সরে যেতে থাকেন।

কিন্তু দু-তিনবার ভেসে ওঠার পরই, সমুদ্রের গভীরে সরে যায় হাঙ্গরটি। চলতি গ্রীষ্ম মৌসুমে, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বেড়েছে হিংস্র মাছটির উৎপাত। শুধু জুন মাসেই রেকর্ড করা হয় ১৬টি হামলার ঘটনা। যার ৯টিই ঘটেছে ফ্লোরিডায়। অবশ্য গুরুতর আহত হলেও; কেউ প্রাণ হারায়নি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply