নতুন মাইলফলকের সামনে সাকিব-মুশফিক ও মোস্তাফিজ

|

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। সতীর্থদের এ সিরিজকে হালকাভাবে না নেয়ার পরামর্শ দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। এদিকে এমন ম্যাচে মাঠে নামার আগে মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, অভিজ্ঞ উইকেটরক্ষক ও ব্যাটার মুশফিকুর রহিম এবং কাটার মাস্টারখ্যাত বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। দলীয় শক্তি, কন্ডিশন, দুই দলের মুখোমুখি লড়াই এবং সাম্প্রতিক পরিসংখ্যানে আফগানিস্তানের থেকে পরিস্কার এগিয়ে বাংলাদেশ। তবে স্বাগতিকদের সঙ্গে লড়াই করার সামর্থ্যও আছে সফরকারীদের।

এদিকে, ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁতে ২ উইকেট দরকার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের। অন্যদিকে তিন ম্যাচ সিরিজের দুটি ম্যাচ খেললেই প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ২৫০ ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করবেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। সিরিজে ৪ উইকেট তুলতে পারলে চতুর্থ বাংলাদেশি হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন মোস্তাফিজুর রহমান।

আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রতিটি ম্যাচই হবে চট্টগ্রামে। দুই দলের মধ্যে এটি মাত্র তৃতীয় ওয়ানডে সিরিজ। প্রথম দু’টি সিরিজেই শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ।

ওয়ানডেতে দল দু’টি ১১ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয়জয়কার। সাত ম্যাচ জয়ের বিপরীতে টাইগারদের হার চারটিতে। এদিকে বাংলাদেশের সাত জয়ের চারটিই এসেছে ঘরের মাটিতে।

 /আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply