পাইকারিতে কাঁচামরিচের দাম কমার সুফল নেই খুচরা পর্যায়ে

|

ফাইল ছবি।

কাঁচামরিচের বাজারে নৈরাজ্য কমেনি। এখনও বাজধানীর বিভিন্ন বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে এই নিত্যপণ্য। বুধবার (৫ জুলাই) গুলশান এলাকার নতুনবাজারে প্রতি কেজির দাম পাঁচশ থেকে ছয়শ টাকা।

দোকানদারদের দাবি, পাইকারি পর্যায়েই বাড়তি দাম রাখা হচ্ছে। যদিও কারওয়ানবাজারে পাইকারি পর্যায়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকা। আর ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকিতে শুধুই হাঁকডাক। সরকারের বিভিন্ন সংস্থা থাকলেও কার্যকর পদক্ষেপ নেই।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদিকে, একদিন অভিযান চালিয়েই দায়িত্ব সেরেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। খুচরা পর্যায়ে কোনো তদারিক না থাকায় পাইকারিতে দাম কমার পুরোপুরি সুফল মিলছে না। রাজধানীর বেশিরভাগ বাজারের খুচরা দোকানিরা চড়া দাম নিচ্ছেন। সোমবার কাঁচামরিচ দুইশ থেকে তিনশ টাকায় মিললেও আজ অনেক বাজারে তা বেড়ে গিয়েছে। মহল্লার দোকানে দাম রাখা হচ্ছে তুলনামূলক বেশি।

উল্লেখ্য, বিভিন্ন স্থলবন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি চলছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply