চট্টগ্রামে দিনের ব্যবধানে বেড়েছে চিনির দাম, কমেছে চায়ের বিক্রি

|

চট্টগ্রাম ব্যুরো:

লোকমুখে প্রচলিত ‘চায়ের দামে শরবত পেয়ে যাওয়ার গল্প’ আমরা কমবেশি সবাই জানি। মূলত, দামি কোনো জিনিস কম দামে পাওয়ার ক্ষেত্রে এ কথাটি ব্যবহৃত হয়। তবে এখন সময় এসেছে এ প্রবাদ হারিয়ে যাওয়ার। চট্টগ্রামের ফুটপাথে ১০ টাকায় লেবুর শরবত পাওয়া গেলেও পাওয়া যায় না চা! চিনির দাম বাড়ায় এখন প্রতিকাপ চায়ের দাম ১২-১৫ টাকা।

গত ১৫ বছর ধরে কাজির দেউড়ির ফুটপাতে চা বিক্রি করছেন বাবুল মিয়া। রাস্তায় চলার পথে কেউ সিএনজি থামিয়ে, কেউ রিক্সা থামিয়ে তার দোকানে বসে মাতেন চায়ের আড্ডায়। এক সময় বাবুল মিয়ার হাতের চামচ চায়ের কাপে ঝড় তুললেও এখন তার সময় কাটে প্রায় বসে বসেই। দিনে ৩শ কাপ চা বিক্রি করা বাবুল এখন বিক্রি করতে পারেন না অর্ধেকও। চিনির প্রভাবে অস্বচ্ছলতার মুখে দাঁড়িয়ে বাবুলের পরিবার।

বাবুল মিয়ার মতো ওই ফুটপাতের প্রতিটি টং দোকানেই কমেছে চায়ের বিক্রি। যারা খেতে এসেছেন তারাও বলছেন, দাম বাড়ায় আগের চেয়ে কমিয়ে দিয়েছেন চা খাওয়ার পরিমাণ।

প্রসঙ্গত, চট্টগ্রামে হঠাৎ করেই দিনের ব্যবধানে চিনিতে কেজি প্রতি দাম বেড়েছে ২০-২৫ টাকা। বাজারে ১৪০ টাকা নিয়ে ঘুরলেও মিলছে না চিনি। খুচরা ব্যবসায়ীরা বলছে, মজুদ থাকলেও সংকট দেখাচ্ছে পাইকাররা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply