নথি ফাঁস ঠেকাতে নিরাপত্তা বাড়াচ্ছে পেন্টাগন

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

যুক্তরাষ্ট্রে স্পর্শকাতর সরকারি নথি ফাঁস ঠেকাতে নিরাপত্তা জোরদার করতে যাচ্ছে পেন্টাগন। বুধবার (৫ জুলাই) এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য। খবর এপির।

জানা গেছে, জাতীয় নিরাপত্তা ঝুঁকি ঠেকাতে পেন্টাগনের নীতিমালা ও কার্যক্রম নিয়ে ৪৫ দিনের পর্যবেক্ষণ শেষে এ সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। এ লক্ষ্যে নিরাপত্তা নীতিতে পরিবর্তন ও সংস্কারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নজরদারি বাড়াতে আছে জনবল নিয়োগের পরিকল্পনাও। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সীমিত করার কথাও বলা হয়। অতি গুরুত্বপূর্ণ ও গোপন নথি রয়েছে, এমন স্পর্শকাতর এলাকায় ইলেকট্রনিক ডিভাইস পুরোপুরি বন্ধের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও নিরাপত্তা খাতে খরচ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে মার্কিন প্রশাসনের।

সম্প্রতি, সরকারি সংরক্ষণাগার থেকে বেশ কিছু নথি হারানো ও ফাঁসের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় সংস্কার ও কড়াকড়ির নির্দেশ দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply