জোহানেসবার্গে বিষাক্ত গ্যাস ভরা সিলিন্ডার বিস্ফোরণ, নিহত অন্তত ১৬

|

এপি থেকে সংগৃহীত ঘটনাস্থলের ছবি।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিষাক্ত গ্যাস লিক হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জনের। স্থানীয় সময় বুধবার (৫ জুন) রাতে অনুমোদনহীন একটি বস্তিতে ঘটে এ দুর্ঘটনা। খবর এপির।

জানা গেছে, বুধবার রাত আটটার দিকে খবর দেয়া হয় সেখানকার জরুরি বিভাগকে। দুর্ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে পাওয়া যায় মরদেহগুলো। এদের মধ্যে পাঁচজন নারী ও তিনটি শিশু রয়েছে। আরও মরদেহের সন্ধান মিলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সে লক্ষ্যে অনুসন্ধান চলছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, একটি সিলিন্ডার বিস্ফোরণের পর বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে হতাহত না হলেও বিষাক্ত গ্যাসের প্রভাবে ঘটে প্রাণহানি। তদন্তকারীরা বলছেন, স্থানীয় অবৈধ খনি কার্যক্রমে ব্যবহার করা হচ্ছিল বিষাক্ত এ গ্যাস।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply