টুইটারকে কপি করার অভিযোগে মেটাকে হুমকি

|

সম্প্রতি মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা তাদের মাইক্রোব্লগিং সাইট উদ্বোধন করেছে। তবে এরই মধ্যে তা জন্ম দিয়েছে নতুন বিতর্কের। অভিযোগ, ইলন মাস্কের টুইটারকে কপি করে বানানো হয়েছে থ্রেডস। তবে এ দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে মেটা কর্তৃপক্ষ। খবর দ্য ম্যাসেঞ্জারের।

ঘটনা শুধু অভিযোগেই থেমে থাকেনি। টুইটারের প্যারেন্ট কোম্পানি এক্স করপোরেশন ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়ে মেটাকে চিঠি দিয়েছে। চিঠিটি টুইটারের পক্ষের আইনজীবী অ্যালেক্স স্পিরোর কাছ থেকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এই অ্যাপে টুইটারের বাণিজ্যিক গোপনীয়তা, বুদ্ধিভিত্তিক সম্পত্তির বেআইনি ব্যবহার করা হয়েছে। আরও বলা হয়েছে, গেল বছর মেটা টুইটারের বেশ কিছু সাবেক কর্মী নিয়োগ করেছে। যারা থ্রেডসে তাদের গোপন বিষয়গুলো ব্যবহারে সাহায্য করেছে। এতে স্টেট ও ফেডারেল আইন ভঙ্গ করা হয়েছে।

চিঠিতে অতি দ্রুত টুইটারের ব্যবসায়িক গোপন তথ্য ব্যবহার করা বন্ধ করতেও বলা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply