সিনিয়র করেসপনন্ডেন্ট, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, রাজনীতির নামে আমাদের নেত্রী শেখ হাসিনাকে গালি দিবেন। তার নামে অশ্লীল শ্লোগান দিবেন, তাহলে কোনো ছাড় দেয়া হবে না। ‘মা’ কইবার পর ‘গো’ কইবার সময় দিবো না। বি কেয়ার ফুল।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে নিজ নির্বাচনী এলাকায় জলাবদ্ধতার কারণে সৃষ্ট জনদুর্ভোগের চিত্র সরেজমিনে দেখতে যান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। এ সময় লালপুর, পৌষা পুকুরপাড় এলাকার নোংরা-ময়লা-আর্বজনাযুক্ত পানিতে নেমে হাঁটেন শামীম ওসমান।
সেখানে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে আগামী দুই এক দিনের মধ্যে সেচপাম্প বসিয়ে পানি নিষ্কাশনের ঘোষণা ও ভবিষ্যতের জলাবদ্ধতা রোধে জেলা পরিষদের অর্থায়নে স্থায়ী পাম্প বসানোর আশ্বাস দেন তিনি। পরে, স্থানীয়দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন শামীম ওসমান।
মতবিনিময় সভায় শামীম ওসমান বলেন, কিছু কিছু মহল ডিএনডি’র প্রজেক্টের সাথে এই প্রজেক্টকে মিলিয়ে ফেলছে। এই দুই প্রজেক্ট একই প্রজেক্ট না। বলা হচ্ছে, ডিএনডি প্রজেক্টের টাকা থেকে পার্সেন্টেজ খাওয়া হচ্ছে। এ প্রজেক্টের কাজ করছে দেশপ্রেমিক সেনাবাহিনী। সেনাবাহিনী নিশ্চয়ই চুরি করছে না। অথচ সেনাবাহিনীকে চোর সাব্যস্ত করা হচ্ছে।
শামীম ওসমান আরও বলেন, রাজনীতি করতে এসেছেন রাজনীতি করেন। খোঁচাখুঁচি করবেন না। রাজনীতির নামে আমাদের নেত্রী শেখ হাসিনাকে গালি দিবেন। তার নামে অশ্লীল স্লোগান দিবেন, তাহলে কোনো ছাড় দেয়া হবে না। মা কইবার পর গো কইবার সময় দিবো না। বি কেয়ার ফুল।
তিনি আরও বলেন, কই আমরা তো খালেদা জিয়াকে নিয়ে কোনো খারাপ শ্লোগান বা কথা বলি না। আমি তিনটি টিভি টক শোতে বলেছি, খালেদা জিয়া অসুস্থ। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। কারণ, আমি তার দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছি। আমার দোয়া বেশি কবুল হবে। এটাই আল্লাহর নবির শিক্ষা। এটাই আমার বাবার শিক্ষা। এটাই শেখ হাসিনার শিক্ষা।
এ সময় সচেতন হওয়ার আহবান জানিয়ে স্থানীয় জনসাধারণকে রাস্তা বা পানি নিষ্কাশনের খালে ময়লা-আর্বজনা না ফেলার
অনুরোধ জানান শামীম ওসমান। আগামী জুমার নামাজের সময়ও মসজিদের সবাইকে এ ব্যাপারে সচেতন করার আহ্বান জানান তিনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের এলাকার যুব সমাজকে সাথে নিয়ে এলাকার ময়লা-আর্বজনা পরিষ্কারের পরামর্শও দেন শামীম ওসমান।
/এসএইচ
Leave a reply