বরিশাল ব্যুরো
বরিশালে জেএমবি’র এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর দড়গা বাড়ি এলাকা থেকে আব্দুল্লাহ আল মিরাজ(২৫) নামে ওই জেএমবি সদস্যকে আটক করা হয়।
র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সজিব জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা সদরের মনশাতলী এলাকার ইব্রাহিম খলিলের ছেলে মিরাজকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ১৫ টি ইলেকট্রিক সার্কিট, ১টি তাতাল, ২টি হেক্সো ব্লেড, ১৬টি জিহাদী বই, ১টি সিডি, ১টি টেবিল ঘড়ি, ১টি মোবাইল ও বিভিন্ন প্রকার ইলেট্রিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
Leave a reply