এইচডি ভিডিও পাঠানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

|

পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে বর্তমানে বহুল ব্যবহৃত প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে মেসেজ, ছবি, ফাইল এমনকি ভিডিও পাঠানো যায়। তবে এতদিন পর্যন্ত বড় বা ভালো রেজল্যুশনের কোনো ভিডিও পাঠানো যেত না। কিন্তু এখন প্লাটফর্মটি এইচডি কোয়ালিটির ভিডিও পাঠানোর সুবিধা আনার কথা ভাবছে। খবর অ্যানড্রয়েড সেন্ট্রালের।

হোয়াটসঅ্যাপ সাধারণত ছবি ও ভিডিও পাঠানোর সময় তা কম্প্রেস করে থাকে। ফলে এর মান অনেটায় কমে যায়। এই সুবিধাটি অ্যাপে যুক্ত হওয়ার পর মযাসেজ সেন্ড করার আগে ব্যবহারকারী দুইটি অপ্সহন দেখতে পাবেন। স্ট্যান্ডার্ড কোয়ালিটি ও এইচডি। এইচডিতে পাঠাতে চাইলে তা সিলেক্ট করে সেন্ড বাটনে চাপ দিতে হবে।

তবে সুবিধটি এখন পর্যন্ত শুধুমাত্র বেটা ভার্সনে উন্মুক্ত হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে স্ট্যাবল ভার্সনও বাজারে প্রকাশ করা হতে পারে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply