এক সপ্তাহে তিনবার ভাঙল বিশ্বের উষ্ণতম দিনের রেকর্ড

|

চারদিনের ব্যবধানে ফের সর্বোচ্চ গড় বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন আবহাওয়া দফতর। খবর সিসিটিভির।

এর আগে বৃহস্পতিবার বিশ্বব্যাপী গড় তাপমাত্রা ছিলো ১৭ দশমিক ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা গেল মঙ্গলবার রেকর্ড হওয়া ১৭ দশমিক এক আট ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙেছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তিনবার ভাঙল বিশ্বের উষ্ণতম দিনের রেকর্ড।

গেল কয়েক সপ্তাহ ধরেই তীব্র দাবদাহে পুড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত। কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রির ওপর। বিজ্ঞানীদের শঙ্কা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈরী এ আবহাওয়ায় তাপমাত্রার রেকর্ড ভাঙা অব্যাহত থাকবে। এর আগে পৃথিবীর সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয় ২০১৬ সালের আগস্টে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply