কার সাথে সংলাপ করবো প্রশ্ন তুলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সংলাপের আলোচনা ইউজলেস। এই দেশে জনগণ ভোটে অংশ নেয়। অধিকাংশ রাজনৈতিক দল অংশ নেয়। ২-১টা রাজনৈতিক দল অংশ না নিলে কিছুই হবে না। মডেল ইলেকশন হবে। কোনো সন্ত্রাসী দল নির্বাচনে না আসলে কোনো সমস্যা নেই।
শনিবার (৮ জুলাই) রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে ডিক্যাব টকে এসব কথা বলেন তিনি। আরও বলেন, আগে সংলাপে কোনো অর্জন হয়েছে বলে মনে করি না। এরপরও দলের সাধারণ সম্পাদক এ বিষয়ে ভালো বলতে পারবেন। জাতিসংঘ বাস্তবসম্মত প্রস্তাব দিলে বিবেচনা করবো।
এ সময় এ কে আব্দুল মোমেন উল্লেখ করেন, বিশ্বের জানা উচিৎ বাংলাদেশিদের রক্তে গণতন্ত্র। জানান, অন্যের পীড়াপীড়িতে নয়, নিজেদের গ্রহণযোগ্যতা যাচাইয়েই স্বচ্ছ নির্বাচন করতে চায় সরকার।
রোহিঙ্গা সংকট সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধ ছাড়া সবই করছে বলেও জানান তিনি।
/এমএন
Leave a reply