কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ৯ রোহিঙ্গা শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মানবপাচারকারী চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ জুলাই) বিকেলে অপহরণকারীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। তিনি জানান, অপহৃত ৩ শিশুকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ জুলাই বেলা আনুমানিক ১১টার দিকে টেকনাফের সুপারি পাড়ায় কাজের প্রলোভন দেখিয়ে ক্যাম্প-১৩ থেকে ৩ রোহিঙ্গা শিশুকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় একটি অপরাধী চক্র। এরপর, তাদের আটকে রেখে তাদের স্বজনদের থেকে মোটা অংকের মুক্তিপণ দাবি করা হয়।
অন্যদিকে, গত ৬ জুলাই বেলা ১২টার দিকে ওই অপরাধী চক্র একই কায়দায় ক্যাম্প-১৩ ও আশপাশের এলাকা থেকে আরও ৬ রোহিঙ্গা শিশুকে অপহরণ করে টেকনাফে নিয়ে যায়।
অভিযোগ পেয়ে কক্সবাজার সহকারী পুলিশ সুপার উখিয়ার কুতুপালং ও টেকনাফ থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৯ সদস্যকে আটক করে।
/এএম
Leave a reply