আওয়ামী লীগ সরকার পিএইচডির জন্য যে সকল বরাদ্দ প্রদান করেছিল, ক্ষমতায় এসে বিএনপি তা বন্ধ করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা উচ্চতর শিক্ষা অর্জনে দেশের বাইরে যাচ্ছেন, দেশে ফিরে তারা গবেষণার ফলাফল দেশের কাজে ব্যবহার করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
রোববার (৯ জুলাই) সকালে নিজ কার্যালয়ে ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ’ প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, যে কাকে ভোট দেবে, কে কোন দল করে সেই চিন্তা করে দেশ পরিচালনা করে না আওয়ামী লীগ। দেশের মানুষের দায়িত্ব নিয়ে সরকার পরিচালনা করে আওয়ামী লীগ সরকার। সামরিক শাসকরা ভালো কথা বলে ক্ষমতায় আসলেও প্রকৃতপক্ষ তারা দেশের মানুষের কোনো উপকার করতে পারে না।
মোট ৪৮ জনকে ফেলোশিপ এ্যাওয়ার্ড প্রদান করা হয়; যার মাঝে মাস্টার্স ৩৮ ও পিএইচডি ১০ জন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশ যে এগিয়ে যেতে পারে তা প্রমাণ করেছে আওয়ামী লীগ। এই সরকার দেশের উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থা ও গবেষণা কার্যক্রমের উপর গুরুত্ব প্রদান করেছে।
/এম ই
Leave a reply