কোনো অবাস্তব দাবি নিয়ে বিএনপিসহ বিরোধী দলের সঙ্গে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার (৯ জুলাই) রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
আরপিও সংশোধন করে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি বলে এ সময় উল্লেখ করেন আইনমন্ত্রী। জানালেন, জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা হয়েছে।
আনিসুল হক বলেন, নির্বাচন কমিশন যখন আরপিও সংশোধনের প্রস্তাব দেয়, তখন নতুন একটা সাব আর্টিকেল ৯১-এ ‘এ’ সন্নিবেশিত করা হয়। নির্বাচনে পোলিং একটা গুরুত্বপূর্ণ অংশ। কোনও পোলিং সেন্টারে কোনোরকম গোন্ডগোল বা সহিংসতা হয়, তাহলে তারা সেই নির্বাচনি এলাকার সম্পূর্ণ নির্বাচন বন্ধ করে দিতে পারবেন। উদাহরণ হিসেবে বলবো— আমার এলাকায় ১১৪টা পোলিং সেন্টার। এখন এর মধ্যে ১৪টি সেন্টারে যদি গোন্ডগোল হয়, আর একশটিতে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে পুরো আসনের নির্বাচন বন্ধ করে দেয়া কি গণতান্ত্রিক হবে? সেটা গণতান্ত্রিক হবে না। সেটা জনগণের ভোটাধিকার ব্যহত হবে। যেসব পোলিং সেন্টারে গণ্ডগোল হবে সেটা বন্ধ করে দেয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। আরপিও সংশোধনের ফলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলো।
/এমএন
Leave a reply