স্পেনে চলছে ঐতিহ্যবাহী ‘বুল রেস’ বা ষাঁড়ের দৌড়। দেশটির উত্তরাঞ্চলীয় শহর পামপ্লোনায় হচ্ছে এই আয়োজন। তবে এতে ক্ষিপ্ত ষাঁড়ের আক্রমণে এখন পর্যন্ত ১১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কারোর অবস্থাই গুরুতর নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর ডয়েচে ভেলের।
মূলত, বিশালদেহী একেকটি ষাঁড়ের তাড়া খেয়ে প্রাণপণে ছোটার মধ্যেই আনন্দ খুঁজে পান অংশগ্রহণকারীরা। এ দৌড়ে দ্রতগামী ষাঁড়ের পায়ের চাপায় পিষ্ট হন অনেকে। ঐতিহ্যবাহী এই উৎসবে অংশগ্রহণকারীরা পরেন সাদা পোশাক ও গলায় থাকে লাল রুমাল। শুক্রবার (৭ জুলাই) থেকে শুরু এই উৎসবে ষাঁড়ের পায়ের নিচে পড়ে ও শিংয়ের আঘাতে আহত হয়েছেন ৬ জন। এখন পর্যন্ত আহত হয়েছেন মোট ১১ জন।
মূলত, ১৯ শতক থেকেই স্পেনে চলে আসছে এই উৎসব। ১৯১১ সাল থেকে এখন পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে এই উৎসবে অংশগ্রহণ করে। সকাল ৮টায় দৌড় শুরু হলেও ৫ মিনিটের মধ্যে সেটি শেষ হয়। এবার ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে উৎসব।
এসজেড/
Leave a reply