রূপগঞ্জে ১১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

|

ছবি: সংগৃহীত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (৯ জুলাই) বিকেলে র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জিকু সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার মাছিমপুর এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে ফাহিম (২৪) ও মাসাবো এলাকার লোকমান হাকিমের ছেলে এমদাদুল হক (২৮)।

র‍্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর কান্দিরপাড়া এলাকায় অভিযান চালায় তারা। এ সময় জনৈক হাজী ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগীর ফার্মের ভেতর তল্লাশি চালিয়ে ১১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ফাহিম ও এমদাদুল হককে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছেন। পরে র‍্যাব গ্রেফতারকৃতদের রূপগঞ্জ থানায় সোপর্দ করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply