পাহাড়ি ঢল-ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ, ১০ জেলায় রেড অ্যালার্ট

|

পাহাড়ি ঢল আর ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। ১০টি জেলায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা সংকেত বা রেড অ্যালার্ট। খবর রয়টার্সের।

এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। জাতীয় আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, উপচে পড়ছে প্রত্যেকটি নদীর পানি। ভেসে যাচ্ছে গাড়ি-বসতবাড়ি। স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। পরিস্থিতি মোকাবেলায় আগামী দু’দিন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে রাজ্য প্রশাসন। সবচেয়ে খারাপ পরিস্থিতি আদিবাসী অধ্যুষিত কিন্নোর, লাহোল ও স্পিতি এলাকার। সেখানে ২৪ ঘণ্টায় ২০৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আটকা পড়েছেন দুই শতাধিক বাসিন্দা।

বৈরি আবহাওয়ার কারণে দুর্গত এলাকায় পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। বিচ্ছিন্ন সিমলা-কুলু-মানালি পর্যটন এলাকাগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা। বন্ধ অঞ্চলটির ৭৩৬টি রোড।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply