গুজব ছড়ানো যাবে না থ্রেডসে

|

থ্রেডস আসার পর থেকে লক্ষ লক্ষ মানুষ নতুন মাইক্রোব্লগিং প্লাটফর্মটিতে জয়েন করেছে। তবে জননিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্ব সহকারে দেখছে কর্তৃপক্ষ। এরইমধ্যে ভুয়া তথ্য বা গুজব রোধ করতে রাখা হয়েছে ব্যবস্থা। সূত্র: ফোর্বস।

বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায়ই গুজব ছড়ান অনেকে। এসব বার্তার কারণে বিভিন্ন বিষয়ে ভুল–বোঝাবুঝির পাশাপাশি নেতিবাচক ঘটনা ঘটারও আশঙ্কা থাকে। আর তাই চালুর পরপরই ভুয়া তথ্য বা গুজব ছড়ানো অ্যাকাউন্টগুলোকে সতর্ক করা শুরু করছে মেটার নতুন অ্যাপ থ্রেডস। শুধু তা–ই নয়, অ্যাকাউন্টগুলোয় সতর্কতামূলক লেবেলও প্রদর্শন করছে। ফলে অন্য ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে অ্যাকাউন্টগুলো।

এ দিকে শুক্রবার (৭ জুলাই) এক থ্রেডস পোস্টে ইনস্টাগ্রাম হেড অ্যাডাম মোসেরি জানান, রাজনৈতিক কিংবা হার্ড নিউজ প্রমোট করবে না প্লাটফর্মটি। তিনি বলেন, থ্রেডস কখনোই টুইটারকে প্রতিস্থাপন করতে তৈরি করা হয়নি। তিনি আরও বলেন, টুইটার রাজনৈতিক বিষয়গুলোকে ব্যাপকভাবে উৎসাহিত করেছে। যা থ্রেডস করবে না।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply