‘হোয়াইটওয়াশ’ এড়ানোর মিশনে মঙ্গলবার (১১ জুলাই) সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচ হারলেও বাংলাদেশ দলের ব্যাটারদের উপর বিশ্বাস হারাতে নারাজ টাইগার ব্যাটিং কোচ নিক পোথাস। বলেছেন, বিশ্বসেরা স্পিন বোলারদের বিপক্ষে এটাও একটা শিক্ষা।
সবশেষ ডিসেম্বরে ঘরের মাঠে ভারতকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারাতে না পারলেও টি-টোয়েন্টিতে থ্রি লায়ন্সদের হারিয়েছে সাকিবরা। আয়ারল্যান্ড তো একেবারে পাত্তাই পায়নি। গত এক দশক ধরেই নিজেদের মাটিতে অপ্রতিরোধ্য এক দল হয়ে উঠেছে বাংলাদেশ। অথচ তারাই কিনা এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে সিরিজ হারলো আফগানদের কাছে।
বাংলাদেশ দলের পক্ষ থেকে সোমবার (১০ জুলাই) সংবাদ সম্মেলনে আসেন ব্যাটিং কোচ নিক পোথাস। তিনি বলেন, বিশ্বের আর কোনো দলেই এই মানের ৩ স্পিনার নেই। তাই বলবো এই প্রস্তুতিটা আমাদের জন্য খুবই উপকারী। র্যাঙ্কিংয়ে তারা কত সেটা বড় বিষয় নয়। তবে তাদের কোয়ালিটির দিকে দেখুন, আমি মনে করি বিশ্বের সেরা স্পিনারদের মধ্যে এই ৩ জন আছে। আমরা এটাকে খুবই ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি। এরকমের বোলিংয়ের বিপক্ষে ব্যাট করাটাই একটা শিক্ষা। আমাদের ব্যাটারদের জন্য ভালো হচ্ছে। ছেলেরা শিখছে। তবে ম্যাজিকের মতো ফল সম্ভব না।
নিক পোথাস মনে করিয়ে দিলেন অতীত পরিসংখ্যানের কথা। তিনি বলেন, আমরা বিশ্বমানের ক্রিকটারদের দু’টি ম্যাচ দিয়েই জাজ করতে চাচ্ছি। এটা ঠিক না। মনে রাখতে হবে আমরা ভারত-ইংল্যান্ডকেও হারিয়েছে। আমাদের উচিত ওদেরকে লম্বা সময়ের জন্য মাপা। এখানে সবাই দ্রুত ফল চায় কিন্তু ক্রিকেটে ফলটা লম্বা সময়ে আসে। তাই ক্রিকেটারদের লম্বা সময়ের ফলে মাপা উচিত।
এদিকে, নিক পোথাস বিশ্বাস রাখতে চান ৭ নম্বরে খেলা আফিফ হোসেনের ওপর। যেমনটা তিনি বলেছেন অধিনায়ক লিটন দাসকে নিয়ে। তিনি আরও বলেন, না। কখনোই না। সে বিশ্বমানের ব্যাটার। আফিফ মাত্র দু’টি ম্যাচ খেলেছে। আপনি আফিফের আউটকাম দেখে হতাশ হতে পারেন। কিন্তু আমি বিশ্বাস করি সে দারুণ ব্যাটার।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ২টায়। এ ম্যাচেও আছে বৃষ্টির চোখ রাঙানি। তবে ম্যাচের শুরুতে বৃষ্টি আসার সম্ভাবনা থাকলেও, ম্যাচ ভাসিয়ে দেয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
/আরআইএম
Leave a reply