ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেয়া ইস্যুতে মিত্রদের মন গলাতে ত্রিদেশীয় সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার (৯ জুলাই) স্থানীয় সময় গভীর রাতে যুক্তরাজ্যে পৌঁছান তিনি। ব্রিটেনে মার্কিন রাষ্ট্রদূতের আবাসিক ভবন উইনফিল্ড হাউসে অবস্থান করেন বাইডেন। খবর বিবিসির।
সোমবার (১০ জুলাই) ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে সাক্ষাৎ করবেন বাইডেন। পরে উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লসের সাথে আলোচনা করবেন জলবায়ু পরিবর্তন ইস্যুতে। ন্যাটো সম্মেলনের আগমুহূর্তে ঘনিষ্ঠ মিত্র ব্রিটেনে বাইডেনের সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
গত শুক্রবার ইউক্রেনকে বিতর্কিত ক্লাস্টার বোমা দেয়ার ঘোষণা দেন বাইডেন। কিয়েভের অস্ত্রভাণ্ডার খালি হয়ে যাওয়াকে এই সিদ্ধান্তের পক্ষে সাফাই দেয় যুক্তরাষ্ট্র। তাই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধজয় ও ইউক্রেনের জনগণের স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন বাইডেন।
যুক্তরাষ্ট্রের এ ঘোষণায় উদ্বেগ জানায়, যুক্তরাজ্য ও কানাডার মতো মিত্ররা। ফ্রান্স, জার্মানিসহ ১২০টিরও বেশি দেশে নিষিদ্ধ ক্লাস্টার বোমা। তাই যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট মিত্রদের মন গলাতেই এ সফর শুরু করেছেন বাইডেন, এমনটি মনে করছেন বিশ্লেষকরা।
এসজেড/
Leave a reply