ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সম্পাদক ড. শাম্মী আহমেদ। তিনি বলেন, এটা ছিল সম্পূর্ণ একটি সৌজন্য সাক্ষাৎ।
সোমবার (১০ জুলাই) বিকেল ৪টায় আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে বৈঠক হয় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের। বৈঠক শেষে এসব কথা বলেন ড. শাম্মী আহমেদ।
এ নিয়ে ড. শাম্মী বলেন, এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। যেহেতু ১৫ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি আনুষ্ঠানিক মিটিং নির্ধারিত হয়ে আছে, তাই আজকে সে সংক্রান্ত কোনো আলোচনাই হয়নি। ইইউ প্রতিনিধিরা আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সাথে পরিচিত হয়েছেন আজ।
আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সম্পাদক আরও বলেন, কোন দল নির্বাচনে আসবে বা আসবে না এগুলো বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। এগুলো নিয়ে ইইউ প্রতিনিধিদের সাথে আলোচনা আমার কাছে শোভন মনে হয়নি। আর এমন কোনো আলোচনাও হয়নি।
এর আগে সফরের তৃতীয় দিনের সকালে দলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে। ইইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের নেতৃত্ব দিচ্ছেন রিকার্ডো শোলেরি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে ইইউ’র প্রতিনিধি দল কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সাথেও বৈঠক করেছে।
মানবাধিকার কমিশনের চেয়্যারম্যান কামাল উদ্দিন আহমেদ জানান, নির্বাচনে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা আছে কিনা সে বিষয়ে জানতে চেয়েছে সফররত ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল। জবাবে কমিশন বলেছে, এখন পর্যন্ত সহিংসতার শঙ্কা নেই, পরিবেশ যথেষ্ট ভালো, তবে কিছু ঘটলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এই বৈঠক শেষ করে প্রতিনিধি দলটি সচিবালয়ে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বৈঠক করেন।
এসজেড/
Leave a reply