টিভি কিনে না দেয়ায় স্বামীর সাথে ঝগড়া, গৃহবধূর আত্মহত্যা

|

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় নতুন টিভি কিনে না দেয়ায় স্বামীর সাথে ঝগড়া করে লিপি আক্তার (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি কাউলীবেড়া ইউনিয়নের জঙ্গলকান্দা গ্রামের মো. সুবাহান মেম্বারের কন্যা ও মালিগ্রামের সাগর মাতুব্বরের স্ত্রী। সোমবার (১০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন ১০টার দিকে স্বামী সাগর মাতুব্বরের সাথে ঝগড়া করে ঘাস মারা ওষুধ পান করেন লিপি আক্তার। কিছুক্ষণ পর বাড়ির লোকজন টের পেয়ে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পাঁচ বছর আগে জঙ্গলকান্দা গ্রামের সুবাহান মেম্বারের মেয়ের সাথে মালিগ্রামের সাগরের সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। এরপর কারণে-অকারণে স্বামীর সাথে গৃহবধূর প্রায়ই ঝগড়া হতো। সম্প্রতি লিপি আক্তার নতুন টিভি কেনার বায়না ধরে। আজ এ নিয়ে স্বামীর সাথে তার ঝগড়া হয়। পরে স্বামী বাড়ি থেকে পিকআপ গাড়ি নিয়ে বের হয়ে গেলে ঘরের মধ্যে ঘাস মারা ওষুধ খায়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাদের ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছায়। দুই পক্ষের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্তের ছাড়াই লাশ দাফন করা হয়। ভাঙ্গা থানার এসআই জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply