‘পিএসজি ছাড়ার সময় হয়েছে এমবাপ্পের’

|

ছবি: সংগৃহীত

দলবদলের মৌসুমের শুরুতেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে। অর্থাৎ, ২০২৩-২৪ মৌসুমের পরই এ ফরাসি উইঙ্গার পিএসজি ছাড়বেন। সে বিষয়ে এবার নিজের মত জানিয়েছেন লিওনার্দো। ক্লাবটির সাবেক ক্রীড়া পরিচালক বলেছেন, এখনই ক্লাব ছাড়া উচিত এমবাপ্পের।

২০২১-২২ মৌসুমের শেষে এই ফরাসি ফরোয়ার্ডকে দলে ভেড়াতে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। যদিও শেষ পর্যন্ত স্প্যানিশ পরাশক্তিদের প্রস্তাব পায়ে ঠেলে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন এমবাপ্পে। তবে বছর না ঘুরতেই ফের তার দলবদল নিয়ে গুঞ্জন উঠেছে।

পিএসজির জার্সিতে এমবাপ্পেকে আর দেখতে চান না লিওনার্দো। গত সোমবার (১০ জুলাই) ফরাসি ক্রীড়া পত্রিকা লে’কিপকে সাক্ষাৎকার দেন এই ব্রাজিলিয়ান। ৫৩ বছর বয়সী লিওনার্দো মনে করেন, সাবেক মোনাকো তারকাকে ছাড়াও এগিয়ে যাবে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

লিওনার্দো বলেন, যাই হোক না কোনো, পিএসজির ভালোর জন্যই এমবাপ্পের চলে যাওয়ার সময় হয়েছে। এমবাপ্পে আসার আগেও পিএসজি ছিল এবং তাকে ছাড়াও টিকে থাকবে। ছয় বছর ধরে সে ক্লাবে আছে এবং এই ছয় বছরে পাঁচটি ভিন্ন ক্লাব চ্যাম্পিয়নস লিগ জিতেছে। কাজেই এমবাপ্পেকে ছাড়াও চ্যাম্পিয়নস লিগ জেতা সম্ভব।

পিএসজিতে চুক্তি নবায়ন না করলে ২০২৩-২৪ মৌসুমের পর ‘ফ্রি এজেন্ট’ হয়ে যাবেন এমবাপ্পে। গুঞ্জন রয়েছে, ওই সময়েই তাকে দলে টানার দিকে চোখ স্প্যানিশ জায়ান্ট রিয়ালে মাদ্রিদের।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply