ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের কাছে স্কুলবাস আর গাড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬ জন ব্যক্তি প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। এনডিটিভির খবর।
ট্র্যাফিক সিসিটিভি থেকে প্রাপ্ত ফুটেজে দেখা যায়, বিপরীতমুখী দুটি যানের মারাত্মক সংঘর্ষের দৃশ্য। দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে হয় এই দুর্ঘটনা। উদ্ধারকর্মীরা জানান, বাসের ধাক্কায় ভেঙেচুরে গেছে গাড়িটি। ধারালো যন্ত্র দিয়ে দরজা-জানালা কেটে বের করতে হয়েছে মরদেহ। অবশ্য, নিহতদের পরিচয় এখনও জানানো হয়নি। ময়নাতদন্তের পর মরদেহগুলো হস্তান্তর করা হবে পরিবারকে।
স্কুলবাসটিতে কোনো আরোহী ছিল না বলে জানা গেছে। তাছাড়া, পথের ভুল দিকে যাচ্ছিল বাসটি। এরইমধ্যে, বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।
গাজিয়াবাদ পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার দেহাত শুভাম প্যাটেল জানান, গাড়িতে থাকা ৮ জন আরোহীর মাঝে ৬ জনই মারা গেছেন। দুইজন গুরুত্বর আহত। তাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
/এম ই
Leave a reply