ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ভেসে উঠলো ভিক্ষুকের মরদেহ

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত পরিচয়ের এক নারী ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর বাজারের পাশের একটি পুকুরে মরদেহটি ভেসে ওঠে। এরপরই খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, পুকুরে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কিন্তু নিহতের কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, ওই নারী ভিক্ষা করতেন। বর্তমানে নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পিবিআইয়ের মাধ্যমে আঙ্গুলের ছাপ সংগ্রহ করে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply