চট্টগ্রামে আবারও ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষ

|

ঘটনাস্থলের ছবি।

চট্টগ্রামে আবারও ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি মাইক্রোবাস। তবে মাইক্রোবাসটিতে কোনো যাত্রী না থাকায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে উত্তর কাট্টলীর বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনের একটি খালি ইঞ্জিন পাহাড়তলী হয়ে চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিলো। এ সময় মাইক্রোবাসটি বন্দরের টোল রোড হয়ে নগরীর সিটি গেটের দিকে যাওয়ার পথে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় ইঞ্জিনটি।

পাহাড়তলী রেলওয়ে থানার ওসি জানান, ওই এলাকায় কোনো রেলগেট না থাকায়, এ দুর্ঘটনা ঘটেছে। পালিয়ে গেছে মাইক্রোবাসের চালক। তবে জব্দ করা হয়েছে দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসটি।

উল্লেখ্য, গত মার্চ থেকে জুন মাস পর্যন্ত রেলক্রসিংয়ে এমন পৃথক তিন ঘটনায় ৫ জনের মৃত্যু হয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply