আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

|

যুক্তরাষ্ট্রকে হুমকির পর এবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া। বুধবার (১২ জুলাই) সকালে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয় জাপান সাগরে। উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান। খবর বিবিসির।

বিবৃতিতে জানানো হয়, এক ঘণ্টার বেশি সময় ধরে সমুদ্রপথ পাড়ি দেয় ক্ষেপণাস্ত্রটি। জাপানের স্থানীয় সময় সোয়া ১১টা নাগাদ সেটি সমুদ্রে পড়ে। অবশ্য, মিসাইলের পাল্লা-ধরণ ও শক্তিমত্তা সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

সম্প্রতি পিয়ংইয়ং তার ভূখণ্ডে মার্কিন গুপ্তচর বিমান অনুপ্রবেশ করায় প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছিল। এ সপ্তাহের শুরুতে গুপ্তচর বিমানগুলোকে গুলি করার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। এরপর ঘটলো এই ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা।

এদিকে, ওয়াশিংটন বিমান অনুপ্রবেশের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, তাদের মিলিটারি টহল আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ।

উল্লেখ্য, জুন মাসে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া চলাকালে দেশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তাছাড়া ফেব্রুয়ারিতেই একটি আইসিবিএম উৎক্ষেপণ করে কিম জং উন প্রশাসন।

এএম/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply