বিএনপির অগ্নিসন্ত্রাসের বিচার অবশ্যই করা হবে: তথ্যমন্ত্রী

|

১৯৭৭ সালে জিয়াউর রহমান বিনা অপরাধে সামরিক সদস্যদের হত্যা করেছে। ২০১৩-১৪ সাথে খালেদা জিয়া পুড়িয়ে মানুষ মেরেছে। বর্তমান সরকার এগুলোর বিচার অবশ্যই করবে, এ কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১২ জুলাই) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মায়ের কান্না এবং অগ্নিসন্ত্রাসের আর্তনাদ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি। আরও বলেন, অগ্নি সন্ত্রাসের জন্য খালেদা জিয়া, মির্জা ফখরুল, মির্জা আব্বাসরা দায়ী। যারা মানবাধিকারের কথা বলে সেসব বন্ধু রাষ্ট্রকে এইসব নির্মমতা দেখে যাওয়ার আহ্বান জানান তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

২০১৩-১৪ সালে দেশব্যাপী বিএনপির অগ্নিসন্ত্রাসের বিচারের দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন তারা। জিয়াউর রহমানের শাসনামলে যেভাবে নির্বিচারে সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়, তার বর্ণনা তুলে ধরেন প্রত্যক্ষদর্শীরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply