নদী সাঁতরে চোরাকারবারিকে ধরতে গিয়ে বিজিবি সদস্যের মৃত্যু

|

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নদী সাঁতরে চোরাকারবারিকে ধরতে গিয়ে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ফুলবাড়ি উপজেলার পশ্চিম বালাতড়ী গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ ১৫ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, নিহত বিজিবি সদস্যের নাম মাহবুব আলম।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টহলরত তিন বিজিবি সদস্য সন্দেহভাজন এক চোরাকারবারিকে ধাওয়া করে। এ সময় পালানোর জন্য নদীতে ঝাঁপ দেয় ওই চোরাকারবারি। তার সাথে ঝাঁপিয়ে পড়েন বিজিবি সদস্যরাও। কিন্তু সাঁতরে তীরে উঠার পর অজ্ঞান হয়ে যান মাহবুব। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply