অং সান সু চি’র সাজা কমানোর আবেদন আমলে নিয়েছে আদালত

|

মিয়ানমারের গণতন্ত্রপন্হী নেতী অং সান সু চি’র সাজার মেয়াদ কমাতে করা আবেদন আমলে নিয়েছে দেশটির আদালত। খবর রয়টার্সের।

দুর্নীতি, নির্বাচনে জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩৩ বছরের কারাদণ্ড দেয়া হয় সু চিকে। সেই সাজা কমাতে গেল সপ্তাহে আপিল করেন সু চি’র আইনজীবীরা। তারই পরিপ্রেক্ষিতে আদালত জানায়, সু চির সাজা কমাতে করা আবেদন আমলে নেয়া হয়েছে। এই ইস্যুতে শিগগিরই শুনানি শুরু হবে।

২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর সু চিকেও গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভোটে জালিয়াতি, দুর্নীতি, অবৈধ কর্মকাণ্ডে উসকানিসহ অসংখ্য অভিযোগে মামলা হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply