চট্টগ্রাম ব্যুরো:
আগুনে দগ্ধ বড় দুই মেয়ে মারা গেছেন আগেই, এবার ছোট মেয়েকেও হারালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী মিঠুন-আরতি দম্পতি।
বুধবার (১২ জুলাই) সকালে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ১৯ দিন মৃত্যুর সাথে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমান ৬ বছর বয়সী হ্যাপী দাশ। রাতে তার মরদেহ চট্টগ্রামের পাথরঘাটা বান্ডেল রোড সেবক কলোনী নিয়ে আসা হলে তৈরি হয় আবেগঘন পরিবেশ।
এর আগে ৩০ জুন একই হাসপাতালে মারা যায় বড় মেয়ে সারথী দাশ এবং ২৪ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় মেজো মেয়ে সাকসী দাশ।
গত ২০ জুন সেবক কলোনির নিজ বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয় মিঠুন-আরতি দম্পতির চার মেয়ে দগ্ধ হয়। এ ঘটনায় দগ্ধ তিন বছরের সুইটি দাশ এখন কিছুটা সুস্থ রয়েছে বলে জানান তাদের স্বজনরা।
এএআর/
Leave a reply