দিল্লিতে ৪৫ বছরের রেকর্ড ভেঙেছে যমুনা নদীর পানির স্তর

|

ভারতের রাজধানী দিল্লির পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর পানির স্তর ৪৫ বছরের রেকর্ড ভেঙে বিপৎসীমা অতিক্রম করেছে। পানির স্তর পৌঁছেছে ২০৮ দশমিক শূন্য আট মিটারে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দিল্লির উত্তরাঞ্চলে তলিয়ে আছে প্রধান সড়কগুলো। ব্যাপক ক্ষতিগ্রস্ত যাতায়াত ব্যবস্থা। পূর্বের দিকে এগিয়ে চলছে পানি। ইতোমধ্যে যমুনা নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। নিচু অঞ্চলগুলোতে উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, হাতিনি কুন্দ বাঁধ খুলে দেয়ায় বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ২টার পর থেকে পানি কিছুটা কমতে শুরু করতে পারে।

বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। হরিয়ানার হাতিনিকুন্দ বাঁধ দিয়ে কিছু পানি বের করে দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। যাতে যমুনার পানির উচ্চতা আর না বাড়ে।

এর আগে ১৯৭৮ সালের বন্যার সময় যমুনার পানির স্তর বেড়ে হয়েছিল ২০৭ দশমিক ৪৯ মিটার। টানা বর্ষণের কারণে যমুনার পানির স্তর আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বন্যা নিয়ন্ত্রণ দফতর।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply