বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলায় ১২ সেনা নিহত

|

পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলায় ১২ জন সেনা নিহত হয়েছেন। বুধবার পাকিস্তানের সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বেলুচিস্তানের ঘাঁটিতে হামলায় ৯ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আর প্রদেশের সুই জেলায় এক হামলায় ৩ জন সেনা নিহত হয়। এ সময় পাল্টা হামলায় ২ বন্দুকধারী নিহত হয়েছে। হামলায় অ্যাসল্ট রাইফেলের পাশাপাশি, গ্রেনেড ও রকেট ব্যবহার করা হয়। হামলায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) নামে একটি নতুন প্রতিষ্ঠিত জঙ্গি গোষ্ঠী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই হামলায় অংশ নেয়া যোদ্ধাদের ছবি এবং ভিডিও প্রকাশ করবে তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply