প্রথম দিনে ব্যাকফুটে উইন্ডিজ, আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট অশ্বিনের

|

ছবি: এএফপি

অশ্বিনের বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজ ১৫০ রানে অলআউট হয়ে প্রথম দিনেই ব্যাকফুটে চলে গেছে। এদিন আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭০০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন অশ্বিন। ভারত ব্যাট করতে নেমে দিনশেষে বিনা উইকেটে ৮০ রান তুলেছে।

বুধবার (১২ জুলাই) উইন্ডসর পার্কে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড গড়া দিনে উইন্ডিজের ইনিংস বেশি দূর গড়ায়নি। তারা অলআউট হয়ে যায় ১৫০ রানে। এদিন ৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সুযোগ না পাওয়া এ অফ স্পিনার। ভারতীয়দের মধ্যে এটিই দ্রুততম ৭০০ উইকেট পাওয়ার রেকর্ড। বর্তমানে অশ্বিনের টেস্ট উইকেট সংখ্যা ৪৭৯। ওডিআইতে ১৫১ এবং টি-টোয়েন্টিতে ৭২টি উইকেট নিয়েছেন তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

উইন্ডিজের ইনিংসে কেউই ইনিংস দীর্ঘ করতে পারেননি। ডেব্যুট্যান্ট অ্যালিক আথানাজে করেন সর্বোচ্চ ৪৭ রান। মেন ইন ব্লুজের হয়ে রবীন্দ্র জাদেজা তুলে নেন ৩ উইকেট।

জবাবে ভারত ব্যাট করতে নেমে প্রথম দিন শেষ করেছে বিনা উইকেটে ৮০ রানে। যশস্বী জয়সওয়াল ৪০ এবং অধিনায়ক রোহিত শর্মা ৩০ রান করে অপরাজিত রয়েছেন। এ ম্যাচে জয়সওয়াল ছাড়া আরও দু’জনের টেস্ট ডেব্যু ঘটে ভারতের উইকেট কিপার ঈশান কিষাণ ও উইন্ডিজের অ্যালিক আথানাজে।

এএম/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply