ভোজ্যতেলের নতুন দর এখনও কার্যকর হয়নি

|

ছবি: ফাইল

ঘোষণা আসলেও ভোজ্যতেলের নতুন দর এখনও কার্যকর হয়নি। ক্রেতাদের অভিযোগ, দাম কমলে তা কার্যকর করতে বরাবরই গড়িমসি করে থাকেন ব্যবসায়ীরা। নতুন দরের তেল পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে। উৎপাদন ও সরবরাহ পর্যায়ে তদারকির কথা বলছেন তারা।

আন্তর্জাতিক বাজারে দাম কমায় গত মঙ্গলবার (১১ জুলাই) দেশের বাজারেও প্রতি লিটারে ৮ থেকে ১২ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা আসে। বুধবার থেকেই নতুন এই দর কার্যকর হওয়ার কথা ছিল।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম খুচরায় ৮ টাকা কমিয়ে সর্বোচ্চ ১৫৯ টাকায় বিক্রি করা হবে। বোতলজাত সয়াবিন তেল লিটারে ১০ টাকা কমিয়ে সর্বোচ্চ ১৭৯ টাকায় বিক্রি করার কথা। ৫ লিটারের বোতলের সর্বোচ্চ দাম হবে ৮৭৩ টাকা, যা এতদিন ৯১৬ টাকা ছিল। খোলা পাম তেলের নতুন দাম হবে প্রতি লিটার ১২৮ টাকা। যা এতদিন ১৩৩ টাকা নির্ধারিত ছিল।

দোকানদাররা জানিয়েছেন, নতুন দরে তেলের যোগান এখনও আসেনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply