বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার করা হবে: ফখরুল

|

ফাইল ছবি।

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

মির্জা ফখরুল বলেন, পর পর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এমন বিধান রেখে রাষ্ট্র মেরামতের রূপরেখা চূড়ান্ত করেছে বিএনপি। বিভিন্ন দলের সঙ্গে পরামর্শ করে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে নেই বলেও মন্তব্য করেন তিনি।

অবাধ সুষ্ঠু নির্বাচনে জয়লাভের পর অংশগ্রহণমূলক রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করার কথাও জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, সকল দুর্নীতি ও অর্থপাচারের শ্বেতপত্র প্রকাশ করা হবে। পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে। এ সময় বিএনপির পূর্বঘোষিত ২৭ দফা রূপরেখা সংশোধন করে ৩১ দফা ঘোষণা করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply