সাফ চ্যাম্পিয়নশিপ জেতার নয় মাস পর মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই সময়ে চারটি ম্যাচ খেলেছে নেপাল প্রমীলারা। হিমালয় কন্যাদের বিপক্ষেই আজ মাঠে নামবে বাংলাদেশের বাঘিনীরা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। গত বছরের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে পা পড়বে সাবিনা-সানজিদাদের।
নেপাল প্রমীলা দলে ফিরেছেন ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারি। অন্যদিকে স্বাগতিক দলে নেই কোচ গোলাম রব্বানী। ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না ও ডিফেন্ডার আঁখি খাতুনও দলে নেই। প্রধান কোচ মাহবুবুর রহমান। গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডু সাফে শিরোপা জেতে বাংলাদেশ। নেপালের লক্ষ্য সেই হারের প্রতিশোধ।
মেয়েদের সাফের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবার শিরোপা জেতে বাংলাদেশ। নেপাল কোচ আনন্দ থাপার কথায়, এর মধ্যে আমরা চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। ভারতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ ড্র করেছি। এএফসি অলিম্পিক বাছাইপর্বে ভিয়েতনামের সঙ্গে দুটি ম্যাচ হেরেছি।
অন্যদিকে, বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন গোলাম রব্বানী ছোটন, আপাতত হাল ধরেছেন তার দীর্ঘদিনের সহকারী লিটু। জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন চার জন-সাজেদা খাতুন, আনুচিং মোগিনি, আঁখি খাতুন ও সিরাত জাহান স্বপ্না। জ্বরে আক্রান্ত হওয়ায় বর্তমান দলে নেই শামসুন্নাহার জুনিয়র।
অধিনায়ক সাবিনা খাতুন বলেন, একজন পেশাদার ফুটবলারকে এটা মেনে নিতেই হবে। কোচ বদলেছে, আমাদের খেলা বদলায়নি। জেতার জন্যই মাঠে নামবো।
একই কথা কোচ মাহবুবুর রহমানেরও, গোলাম রব্বানী ভাই হয়তো নেই; কিন্তু উনার দর্শন আছে আমাদের সঙ্গে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য নুরুল ইসলাম নুরু বলেন, এই দল নিয়েই নেপালের বিপক্ষে আমরা লড়াই করবো। মেয়েরা যেন সাফের মতো সেরাটা খেলতে পারে।
এবার মেয়েদের দলে নেই টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি। থাকছেন না ফিটনেস কোচ ইভান রাজলকও।
/আরআইএম
Leave a reply