কর্মবিরতিতে গেছেন হলিউডের ১ লাখ ৬০ হাজার কলাকুশলী

|

অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছেন হলিউড তারকারা। বৃহস্পতিবার (১৩ জুলাই) মধ্যরাত থেকে কর্মবিরতিতে গেছেন ইন্ডাস্ট্রির ১ লাখ ৬০ হাজার অভিনয় শিল্পী। খবর রয়টার্সের।

মূলত বেতন বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধে লেখকদের তিন মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে যোগ দিলেন তারা। ফলে গেল ছয় দশকের মধ্যে সবচেয়ে বড় পরিসরে একযোগে কর্মবিরতিতে গেলো সবচেয়ে বড় এই বিনোদন ইন্ডাস্ট্রির অভিনয় শিল্পী ও লেখকরা।

এ-আই প্রযুক্তির কারণে সৃজনশীলতা হুমকির মুখে পড়েছে বলছেন আন্দোলনকারীরা। কর্মক্ষেত্রে সৃষ্ট এ হুমকি মীমাংসার দাবি জানিয়েছে শিল্পীদের প্রতিনিধিত্বকারী সংগঠন দ্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড। শিল্পীদের এ আন্দোলন দীর্ঘস্থায়ী হলে জনপ্রিয় ধারাবাহিক এবং সিনেমাগুলো আটকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply