বাড়ি ভাড়া নিয়ে ভেজাল মধু বানাতেন দম্পতি, জব্দ ২০৫০ লিটার

|

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জের দুই হাজার ৫০ লিটার ভেজাল মধু ও মধু তৈরির ক্যামিকেলসহ এক ভেজালকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মরিয়ম বেগম (৩২) শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের কামাল হোসেনের স্ত্রী।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, কামাল হোসেন ও তার স্ত্রী মরিয়ম বেগম কৃষ্ণনগর এলাকায় আশরাফ হোসেনের ঘর ভাড়া নিয়ে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করে আসছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে মরিয়ম বেগমকে আটক করা হয়েছে। কিন্তু দৌড়ে পালিয়েছেন কামাল। উদ্ধার করা হয়েছে দুই হাজার ৫০ লিটার ভেজাল মধু ও ক্যামিকেলসহ মধু তৈরির নানা সরঞ্জাম।

তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply