বাস্তিল দিবসের কুচকাওয়াজে মোদি

|

আলজাজিরা থেকে সংগৃহীত ছবি।

ফ্রান্সের বাস্তিল দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন, গ্র্যান্ড ক্রস অফ দ্য লেজিওন অব অনার পদকে ভূষিত করা হয় মোদিকে। খবর আলজাজিরার।

শুক্রবার (১৪ জুলাই) প্রধান অতিথি হিসেবে এ আয়োজনে যোগ দেন মোদি। এতে অংশ নিয়েছে ভারতের তিন বাহিনীর সদস্যরাও। এবারের আয়োজনে আড়াইশ’র বেশি সেনা সদস্য যোগ দিয়েছেন।

চলতি বছর ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বমুলক সম্পর্কের ২৫ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে দিল্লি এবং প্যারিস দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপন করছে। তারই অংশ হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন আমন্ত্রণ জানান মোদিকে। এর আগে, ফরাসী প্রেসিডেন্টের সাথে বৈঠকও করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ১৭৮৯ সালে কুখ্যাত বাস্তিল দুর্গের দখল নেয় ফ্রান্সের জনগণ। সেই থেকে প্রতি বছর ১৪ জুলাই জাতীয় দিবস উদযাপন করে ফ্রান্স। এদিন অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বাস্তিল ডে প্যারেড।

/এসএইচ

বাস্তিল ডে উপলক্ষে নরেন্দ্র মোদির টুইট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply