ইউক্রেনে আর সক্রিয় নেই ওয়াগনার গ্রুপ: পেন্টাগন

|

ভাড়াটে ওয়াগনার বাহিনী ইউক্রেন যুদ্ধে আর কোনোভাবে সক্রিয় নয় বলে দাবি করেছে পেন্টাগন। বৃহস্পতিবার (১৩ জুলাই) পেন্টাগন প্রেস সেক্রেটারি এক সংবাদ সম্মলনে এ দাবি করেন। খবর এএফপির।

প্রায় দুই সপ্তাহ আগেই রুশ সেনা কর্মকর্তা ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে অভ্যুত্থান করে ওয়াগনার। পরে সংগঠনটির প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন বেলারুশের মধ্যস্থতায় তার সেনাদের মস্কো যাত্রা থামিয়ে দেন।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জানান, ইউক্রেনে রুশ দখলকৃত অঞ্চলে এখনও ওয়াগনারের অনেক সেনা রয়েছে।

অভ্যুত্থানের আগে প্রায়ই ইউক্রেন যুদ্ধের দায়িত্বে থাকা রাশিয়ার চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সমালোচনা করতেন প্রিগোজিন। ধারণা করা হচ্ছে, ওয়াগনারের অভ্যুত্থানের পর বড় ধরনের রদবদল এসেছে রুশ সেনাবাহিনীর নেতৃত্বে।

ক্রেমলিন জানিয়েছে, অভ্যুত্থানের কয়েকদিন পরই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রিগোজিন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply