পুতিন প্রশাসন ব্যর্থ: অ্যান্টনি ব্লিনকেন

|

এবার ইন্দোনেশিয়ায় চলমান দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট, আসিয়ানের সম্মেলনেও আলোচনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। শুক্রবার (১৪ জুলাই) জাকার্তার সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে বিষেদাগার করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বলেন, পুতিন প্রশাসন যা অর্জনের চেষ্টা করেছিল, তাতে ইতোমধ্যে ব্যর্থ হয়েছে তারা। খবর রয়টার্সের।

এ কূটনীতিকের দাবি, যুদ্ধ বন্ধে মস্কোর কোনো কূটনৈতিক তৎপরতা নেই। এই যুদ্ধের মাধ্যমে গোটা বিশ্বই খাদ্য সংকটে ভুগছে।

অ্যান্টনি ব্লিনকেন বলেন, ইউক্রেন যুদ্ধে পুতিন ইতোমধ্যে হেরে গেছেন। তিনি মানচিত্র থেকে ইউক্রেনকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলেন। সার্বভৌম দেশটিকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। আশ্চর্যজনকভাবে যুদ্ধ বন্ধে তার কোনো কূটনৈতি তৎপরতা দেখা যাচ্ছে না। তাই আপাতত সংঘাত বন্ধের কোনো লক্ষণ দেখছি না।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply