উপসাগরীয় এলাকায় আরও ফাইটার জেট মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

|

ইরানের সাথে উত্তেজনার জেরে উপসাগরীয় এলাকায় সামরিক শক্তিমত্তা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র নিশ্চিত করেছে, হরমুজ প্রণালীতে মোতায়েন করা হবে আরও একাধিক এফ-সিক্সটিন ফাইটার জেট। খবর রয়টার্সের।

শুক্রবার (১৪ জুলাই) নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানের হাত থেকে তাদের জাহাজের সুরক্ষায় নেয়া হচ্ছে এ পদক্ষেপ। চলতি সপ্তাহের শেষে হরমুজ প্রণালীতে মার্কিন বহরের সাথে যুক্ত হবে নতুন যুদ্ধবিমানগুলো।

জাহাজ পারাপারের সময় আকাশসীমায় সুরক্ষা দেবে এফ-সিক্সটিন জেট। ওয়াশিংটনের দাবি, গত সপ্তাহে হরমুজ প্রণালীতে দু’টি তেল ট্যাংকার জব্দের চেষ্টা করে তেহরান। ঘটনাস্থলে তাদের মিসাইল ডেস্ট্রয়ার পৌঁছানোর পর ছেড়ে দেয়া হয় জাহাজগুলো। এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায় দু’দেশের মধ্যে। এছাড়া সিরিয়ার আকাশসীমায় ক্রমাগত টহল বাড়িয়ে আগ্রাসী আচরণ করছে রাশিয়া। এমন অভিযোগও রয়েছে পেন্টাগনের।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply